করোনায় বাংলাদেশির মৃত্যুর ঘটনা দেশের চেয়ে বিদেশেই বেশী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০৪:১৫ এএম
করোনায় বাংলাদেশির মৃত্যুর ঘটনা দেশের চেয়ে বিদেশেই বেশী

ঢাকা : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ও বিদেশে মোট ১৫৪ জন বাংলাদেশি মারা গেছে।

এখন পর্যন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২০ জন এবং বাকিরা বিশ্বের বিভিন্ন দেশে।

বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাওয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট ২০ বাংলাদেশি মারা গেছেন।

অপরদিকে বিভিন্ন সংবাদমাধ্যম, প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতাদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিদেশে মোট ১৩৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি অর্থাৎ ৯২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

এরপরেই আছে যুক্তরাজ্য। সেখানে এখন পর্যন্ত ২৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এছাড়া স্পেনে মারা গেছেন তিনজন ও ইতালিতে চারজন বাংলাদেশি।

এদিকে সৌদি আরবে ছয়, কাতারে দুই, আরব আমিরাতে এক, লিবিয়ায় এক, সুইডেনে এক ও গাম্বিয়ায় এক বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!