ফিলিপাইনে বিদ্রোহী গেরিলাদের হামলায় ৩ সৈন্য নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৫, ২০১৬, ০২:৩৬ পিএম
ফিলিপাইনে বিদ্রোহী গেরিলাদের হামলায় ৩ সৈন্য নিহত

ফিলিপাইনে বিদ্রোহী গেরিলাদের হামলায় ৩ সৈন্য নিহত হয়েছে। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট স্থগিত শান্তি আলোচনা পুনরায় চালু করার প্রস্তাব দেয়ার পর এই প্রথম সহিংস রক্তপাতের ঘটনা ঘটল।
রবিবার সেনাবাহিনীর পক্ষ থেকে একথা বলা হয়েছে।
সেনাবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়, শনিবার মধ্যাঞ্চলীয় দ্বীপ নেগরোসে সৈন্যদের সঙ্গে প্রায় ১০ জন গেরিলার সংঘর্ষ হয়। এ সময় সৈন্যরা নিউ পিপলস আর্মির গেরিলারা গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা আদায় করছে এমন একটি খবরের তদন্ত করছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রক্তক্ষয়ী এ সংঘর্ষে ৩ সৈন্য নিহত ও ২ জন আহত হয়েছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে শান্তি আলোচনার শুরু করার কথা বলার কয়েকদিন পর এই সহিংস ঘটনাটি ঘটল।
গেরিলাদের এক দশকের তৎপরতা বন্ধের লক্ষ্যে এ শান্তি আলোচনাটি শুরু হয়েছিল। এক দশকের সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
৯ মে নির্বাচনে জয়লাভ করার পর দুতের্তের মুখপাত্র বলেছিলেন, পুনরায় শান্তি আলোচনার শুরুর প্রচেষ্টার অংশ হিসেবে তিনি জেলখানায় আটক কমিউনিস্ট বিদ্রোহীদের ছেড়ে দিতে পারেন।
তার পূর্বসুরী বেনিগনো অ্যাকুইনো ২০১৩ সালে ফিলিপাইনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আলোচনা ভেঙ্গে দেন। বিদ্রোহীদের পক্ষ থেকে আটক বিদ্রোহীদের নিঃশর্ত মুক্তির দাবি করা হলে অ্যাকুইনোর সঙ্গে তাদের শান্তি আলোচনা ভেঙ্গে যায়।

সোনালীনিউজ/এইচএআর

Link copied!