দক্ষিণ আমেরিকায় করোনায় মৃত্যু দুই লাখ ছাড়াল

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২, ২০২০, ০৪:২৫ পিএম
দক্ষিণ আমেরিকায় করোনায় মৃত্যু দুই লাখ ছাড়াল

ঢাকা : দক্ষিণ আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শনিবার রাতে দুই লাখ ছাড়িয়েছে।  বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

এতে বিশ্বের অন্যতম করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে রূপ নিয়েছে অঞ্চলটি। যদিও সরকারগুলো ভাইরাসের পরীক্ষা সীমিত করছে।

যুক্তরাষ্ট্রের পরেই প্রাণহানিতে এগিয়ে আছে ব্রাজিল ও মেক্সিকো। আঞ্চলিকভাবে মহামারীতে যত মানুষ মারা গেছেন, তাদের সত্তর শতাংশই এই দুদেশে ঘটেছে।

নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মাধ্যমে ভাইরাসের বিস্তার রোধে দক্ষিণ আমেরিকার এই দুই দেশ ব্যাপক চেষ্টা করছে। তারা তাদের অর্থনীতি সচল করতে চাচ্ছে। যদিও সংকটের কারণে তাদের অবস্থা বিপর্যয়ের মধ্যে রয়েছে।

ব্রাজিলের হিসাব বলছে, চলতি সপ্তাহের প্রথম দিকে দেশটিতে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছেন। শনিবার সেখানে এক হাজার ৮৮ জনের মৃত্যু হয়।

আর মেক্সিকোয় শনিবার ৭৮৪ জনের প্রাণহানি হয়। দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোও করোনা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোনালীনিউজ/এএস

Link copied!