ওবামা-মোদি সাক্ষাৎ ৬ জুন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২১, ২০১৬, ০৪:০৭ পিএম
ওবামা-মোদি সাক্ষাৎ ৬ জুন

জুনের ৬ তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করবেন। শুক্রবার ওবামার প্রেস সেক্রেটারি জোস আরনেস্ট ঘোষণা করেছেন, হোয়াইট হাউজেই দু’দেশের শীর্ষ প্রধান সাক্ষাৎ করবেন। আরব আমিরাতের স্থানীয় দৈনিক খালিজ টামসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

জুনের ৮ তারিখে মার্কিন কংগ্রেসের এক যৌথ সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আরনেস্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১৫ সালের জানুয়ারি মাসে নিউ দিল্লিতে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সফরের পর মোদির সঙ্গে তার এই সাক্ষাৎ যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ককে আরো গভীর করবে। এই সাক্ষাতে তারা দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউজে এটা মোদির দ্বিতীয় সফর।

সোনালীনিউজ/এইচএআর

Link copied!