বাইডেনের শপথে অংশ নেয়া ২০০ নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ০৪:১৮ পিএম
বাইডেনের শপথে অংশ নেয়া ২০০ নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়া দেড়শ' থেকে ২শ নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন। নাম প্রকাশ না করে এক কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় ক্যাপিটল হিলের ভেতর-বাইরে ২৫ হাজার জাতীয় নিরাপত্তা সদস্য মোতায়েন ছিলো। 

আরও পড়ুন<<>>মেঝেতে ঘুমাচ্ছেন সৈন্যরা, ক্ষমা চাইলেন বাইডেন

যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। বৃহস্পতিবার দেশটিতে দ্বিতীয় দিনের মতো করোনায় আক্রান্ত হয়ে দৈনিক চার হাজারের বেশি মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৪২। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ২৪ হাজার ১৭৭ জন।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৫২ লাখ ২২ হাজার ৭১৯ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯৭ লাখ ৪৩ হাজার ১৪৬। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২৭ হাজার ৩২২ জন।

এদিকে সম্প্রতি গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অনেক মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষী ক্যাপিটল হিলের মেঝেতে ঘুমাচ্ছেন। ওই ঘটনায় দেশটির রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ক্ষমা চেয়েছেন জো বাইডেন।

সোনালীনিউজ/আইএ

Link copied!