দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত : নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০১৬, ০৬:২৮ পিএম
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত : নিহত ৩

দক্ষিণ কোরিয়ায় একটি খুদে বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ওই দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে জানানো হয়েছে।

দেশের জননিরাপত্তা এবং সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রাজধানী সিওল থেকে ৩শ’ ৯০ কিলোমিটার দক্ষিণে মুয়ান এলাকার একটি কৃষিক্ষেতের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র জি মান বলেছেন, বিমানের বোর্ডে থাকা তিনজন ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তবে মাটিতে থাকা কারো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, তাদের ধারণা বিমানটি প্রশিক্ষণে অংশ নিয়েছিল। প্রশিক্ষণ কার্যক্রম চালানোর সময়ই এটি দুর্ঘটনা কবলিত হয়।

সোনালীনিউজ/এইচএআর

Link copied!