প্রতি রাতে সাত ঘণ্টা ঘুমালেই বোনাস!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১, ২০১৬, ১১:৩২ এএম
প্রতি রাতে সাত ঘণ্টা ঘুমালেই বোনাস!

যুক্তরাষ্ট্রের বীমা জায়ান্ট এইটনা মনে করে কর্মচারীরা আগের রাতে কেমন ঘুমোচ্ছেন, তার ওপর তাদের পারফরমেন্স অনেকটাই নির্ভর করে। সে কারণে ভালো ঘুমের শর্তে বাড়তি বোনাস দিচ্ছে কোম্পানিটি।

প্রতি রাতে অন্তত সাত ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমোনোর শর্তে বছরে একজন কর্মীকে ৩০০ ডলার পর্যন্ত দেওয়া হচ্ছে।

প্রতিশ্রুতি-মত আসলেই তারা ঘুমোচ্ছেন কিনা, তার প্রমাণে কর্মচারীরা ঘুমের সময় কব্জির সঙ্গে একটি মনিটর বেঁধে রাখেন। ওই মনিটরের সঙ্গে সংযোগ থাকে অফিস কম্পিউটারের।

অনেক সময় কর্মচারীদের মুখের কথাও গ্রহণ করে কোম্পানি।

এ বিষয়ে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কে মুনি বলেন, এ নিয়ে আমরা চিন্তিত নই, আমরা কর্মচারীদের বিশ্বাস করি।

২০০৯ সালে এইটনা ঘুমের এই স্কিম চালু করে। ২০১৪ সাল নাগাদ পঁচিশ হাজার কর্মচারীর দশ হাজারই এতে যোগ দেন। গত বছর অর্থাৎ ২০১৫ সালেই যোগ দিয়েছেন ১২০০ কর্মচারী।

শুধু ঘুম নয়, শরীরচর্চা করলেও কর্মচারীদের বাড়তি পয়সা দেওয়া হয়।

উল্লেখ্য, বেশ কিছু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আগের রাতে ঘুমের ওপর পরের দিনের কাজের পারফরমেন্স অনেকটাই নির্ভর করে।

২০১১ সালে আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিনের এক গবেষণায় বলা হয় - যুক্তরাষ্ট্রে ভালো ঘুমের অভাবে বছরে কর্মচারী প্রতি গড়ে ১১.৩ কর্মদিন নষ্ট হয়। টাকার হিসাবে এই ক্ষতি ২২৮০ ডলার। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মোট ক্ষতি হয় বছরে ৬৩০০ কোটি ডলারেরও বেশি।

এসব বিবেচনা থেকেই এই বীমা কোম্পানি অভিনব এই স্কিম নিয়েছে এবং অব্যাহত রেখেছে। সূত্র : ইন্টারনেন্ট

সোনালীনিউজ/ঢাকা/এএম

Link copied!