প্রায় দুই দশক আগের ভ্রূণ থেকে শিশুর জন্ম!

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১, ২০১৬, ০৫:৩৫ পিএম
প্রায় দুই দশক আগের ভ্রূণ থেকে শিশুর জন্ম!

হিমঘরে গত আঠারো বছর ধরে সংরক্ষিত ছিল ভ্রূণ। তা থেকেই নাকি জন্মাল শিশুকন্যা! মিরাকল ছাড়া এই জিনিষ সত্যি সম্ভব নয়। এমন চোখ কপালে তোলা ঘটনাই ঘটেছে চীনের সাংহাই শহরে। শুধু জন্মই হয়নি ওই শিশুর, রীতিমত সুস্থ সে। ওজন ৩৩০০ গ্রাম না তিন কিলো ৩০০ গ্রাম। ২০১৫ সালের নভেম্বরে ওই নারীর জরায়ুতে ভ্রূণটি স্থাপন করা হয়েছিল।

চীনা ওই শিশুর যাত্রা শুরু ১৯৯৮ সালে। মায়ের দেহে হাজারো অসুবিধা, তাই ডাক্তাররা বলে দিয়েছিলেন তিনি মা হতে পারবেন না। তবে আশা ছাড়েননি তিনি। ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ থাকা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ইনভিটরো ফার্টিলাইজেশনের মাধ্যম। প্রথমে এমব্রায়ো ও পড়ে দু’বার ফ্রোজেন এমব্রায়োর সাহায্য নিয়ে জন্ম দেওয়া চেষ্টা করেছিলেন। তবে তাতেও কোন ফলাফল হয়নি। তিনবারই ব্যর্থ হন ‘মা’। একটা কথা আছে ইচ্ছা থাকলে সব সম্ভব। সেই কথায় বিশ্বাস রেখে হাল না ছেড়ে আবারও সন্তান লাভের আশায় এগিয়ে যান নারী। সেই ইচ্ছার জয় হয় শেষ পর্যন্ত। হাইড্রোসালপিন্ক্স এবং থিন এন্ডোমেট্রিয়াম রোগে ভোগার পরেও সফল হন তিনি। সাং হাইয়ের চিকিৎসকরা এই নবজন্মের বিষয়ে বলেন সংরক্ষণাগারে তরল নাইট্রোজেনে-১৯৬ ডিগ্রি শীতল তাপমাত্রায় সংরক্ষিত ছিল এমব্রায়ো। এইভাবে ভ্রূণগুলিকে সর্বোচ্চ ৫ বছর সংরক্ষণ করা যেতে পারে। তবে রোগীর চাহিদা মতো এগুলিকে আরও বেশিদিন সংরক্ষণ করা হয়ে থাকে। সেই পদ্ধতিতেই সে পর্যন্ত ‘মা’ হন আঠেরো বছর পর। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Link copied!