যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়ায় সাইবার হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩১, ২০১৬, ১২:২৩ পিএম
যুক্তরাষ্ট্রের পর এবার রাশিয়ায় সাইবার হামলা

রাশিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো ‘পেশাদার’দের সাইবার আক্রমণের শিকার হয়েছে। দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি বলছে, ২০টি সংস্থার নেটওয়ার্কে ‘সাইবার স্পাইং ভাইরাস’ পাওয়া গেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের প্রচারণার ওপর বড় ধরনের সাইবার হামলার খবর প্রকাশ হয় এবং এ হামলার জন্য রাশিয়ার প্রতি অভিযোগ আনা হয়।

বলা হয় রাশিয়ার সরকারের হয়ে কাজ করছে এমন এজেন্টরা এই সাইবার হামলা চালিয়েছে বলে মার্কিন কর্তৃপক্ষ ধারণ করছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রুশ সরকার। আর ওই খবরের পরই রুশ গোয়েন্দা সংস্থা সেদেশের সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার খবরটি জানালো। 

তবে রাশিয়ান নেটওয়ার্কের ওপর এ ধরনের হামলার সাথে কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে কিছু জানায়নি এফএসবি। তারা বলছে, এই সাইবার হামলা হয়েছে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিকল্পিতভাবে। সূত্র : বিবিসি

সোনালীনিউজ/ঢাকা/এএম

Link copied!