ফিলিপাইনে বোমা হামলা নিহত ১৪

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৬, ০১:৩৬ পিএম
ফিলিপাইনে বোমা হামলা নিহত ১৪

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের নিজ শহর দাভাওয়ে বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরটির একটি জনাকীর্ণ বাজারে শুক্রবার রাতের এই হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে শনিবার সকালে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এই হামলার পর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে হামলার পরপরই প্রেসিডেন্টের মুখপাত্র প্রাথমিকভাবে জানান, হামলায় অন্তত ১০ জন নিহত ও ৬০ জন আহত হন। ঘটনার তদন্ত চলছে। তবে হামলাকারী কারা এবং এর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

হামলার পর পরই ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। উদ্ধারকাজে অংশ নিতে সেখানে ছুটে যায় দমকল বাহিনী ও মেডিকেল টিম।

দাভাওয়ের ডেপুটি মেয়র পাওলো দুতার্তে শহরবাসীকে ঘরে থাকতে ও শহরের বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!