সমুদ্র সৈকতে বুরকিনি পরে রোষানলে অস্ট্রেলীয় নারী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৬, ১১:৩৭ এএম
সমুদ্র সৈকতে বুরকিনি পরে রোষানলে অস্ট্রেলীয় নারী

বুরকিনি পরার কারণে ফ্রান্সের একটি সমুদ্র সৈকত থেকে বিতাড়িত হওয়ার কথা জানিয়েছেন অস্ট্রেলীয় নারী জয়নাব আলশেল। ২৩ বছর বয়সী এ নারী জানান, ইউরোপের মুসলিম নারীদের প্রতি সংহতি প্রকাশ করতে ফ্রান্স সফরে গিয়ে তিনি এ ঘটনার শিকার হয়েছেন।

চ্যানেল সেভেনে  প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় লোকজন তাকে সমুদ্র সৈকত থেকে চলে যেতে বলছে এবং না গেলে পুলিশ ডাকার হুমকি দিচ্ছে।

দক্ষিণ ফ্রান্সের রিভিয়েরার কয়েকটি শহরে বুরকিনি পরা নিষিদ্ধ করা হয়েছিল। পরে শীর্ষ প্রশাসনিক আদালত এ নিষেধাজ্ঞা বাতিল করে।

আলশেল বলেন, ফ্রান্সে মুসলিম নারীরা কি অবস্থায় আছেন তা দেখতেই তিনি তার পরিবারকে নিয়ে ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!