ঢাকা: ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রায়াত্ত্ব বার্তাসংস্থা তাসনিম শনিবার (১৪ জুন) মধ্যরাতে জানিয়েছে, তেহরানে কিছু সময় আগে ‘একাধিক বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে।
তাসনিম নিউজের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবন বা অবকাঠামো থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। ওই বিস্ফোরণের শব্দটি ইসরায়েলের হামলার কারণে হয়েছিল কি না সেটি এখনো নিশ্চিত নয়।
বিস্ফোরণের কিছু সময় পর বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের বিমানঘাঁটি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। ওই সময় বিশাল আগুন জ্বলছিল।
বার্তাসংস্থা ইসনার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। অপর বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে, শনিবার ইরানে নতুন করে আবারও হামলা চালানো শুরু করেছে ইসরায়েল।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
আইএ
আপনার মতামত লিখুন :