ঢাকা : ভারতের পুলিশ বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক সন্দেহে ৪৪৪ জনকে আটক করেছে। দেশটির ওডিশা রাজ্যের ঝাড়সুখুদা জেলা থেকে তাদেরকে আটক করা হয়েছে। ইতোমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ২৬৫ জনকে অস্থায়ীভাবে নির্মিত সুরভী কল্যাণ মন্দিরে রাখা হয়েছে। অন্য ব্যক্তিদের রাখা হয়েছে ডায়মন্ড কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ প্রাঙ্গণে একটি হোল্ডিং সেন্টারে।
ওডিশার ঝাড়সুখুদা জেলায় বিপুলসংখ্যক কথিত বাংলাদেশি বা বাংলাভাষী অভিবাসী অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশে পুলিশ এ অভিযান শুরু করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন এই জেলায় শ্রমিক, রাজমিস্ত্রি ও ফেরিওয়ালার কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা তাদের ভারতীয় নাগরিকত্বের যথাযথ নথি পেশ করতে না পারলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে।
পিএস
আপনার মতামত লিখুন :