২০০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৮:০২ পিএম
২০০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের

ছবি: সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গত রাত থেকে চলা তীব্র গোলাগুলির ধারাবাহিকতায় ২০০ জনেরও বেশি তালেবান যোদ্ধা ও সহযোগী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানায়, আফগান ভূখণ্ড থেকে বিনা উসকানিতে হামলার জবাবে আত্মরক্ষামূলক পাল্টা অভিযানে তালেবান এবং ভারত-সমর্থিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

আইএসপিআর জানায়, পাকিস্তানি বাহিনী নির্ভুল বিমান হামলা ও স্থল অভিযানের মাধ্যমে তালেবান শিবির, সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র এবং সহায়তা নেটওয়ার্ক ধ্বংস করেছে। আফগান সীমান্তের ভেতরে অন্তত ২১টি প্রতিকূল অবস্থান সাময়িকভাবে দখল করা হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

দুই প্রতিবেশীর এই সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব, কাতার ও ইরান। তিন দেশই সংযম বজায় রাখা ও সংলাপের মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উত্তেজনা কমানো জরুরি। কাতার বলেছে, আলোচনাই এখন একমাত্র পথ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, তেহরান প্রয়োজনে দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত।

অন্যদিকে তালেবান সরকার বলছে, পাকিস্তানি বাহিনীর হামলার জবাবে তারা পাকিস্তানের ৫৮ জন সেনাকে হত্যা করেছে এবং ২৫টি ঘাঁটি দখল করেছে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সীমান্তে তাদের প্রতিরোধ অভিযান অব্যাহত রয়েছে।

২০২৪ সালে পাকিস্তানের ৯০ শতাংশ সন্ত্রাসী হামলা হয়েছে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে। পশতুন ও বালুচ জাতিগোষ্ঠীর অধিকার দাবির আড়ালে এসব এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ বিভিন্ন গোষ্ঠী হামলা চালিয়ে আসছে বলে দাবি ইসলামাবাদের।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘর্ষ কেবল সীমান্ত বিরোধ নয়; বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা বাড়াচ্ছে।

এসএইচ
 

Link copied!