রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৯:৩৬ পিএম
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ 

প্রতীকী ছবি

২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, আগামী রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। সম্ভাব্য প্রথম রোজা হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

রমজান চাঁদ দেখার ওপর নির্ভর করে শুরু হয়, তাই প্রকৃত তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।

আইএসিএডির ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান শেষ হতে পারে বৃহস্পতিবার, ১৯ মার্চ। সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পড়বে শুক্রবার, ২০ মার্চ। তবে হিজরি মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে, তাই চাঁদ দেখার ওপরই নির্ভর করবে চূড়ান্ত তারিখ।

রমজানের শেষ দশকের পবিত্র রাত লাইলাতুল কদর পড়তে পারে মঙ্গলবার, ১৭ মার্চ। ইসলামের শিক্ষায় এ রাতকে বলা হয় হাজার মাসের চেয়েও উত্তম। মুসলমানরা এ রাতে গভীর ইবাদত ও ক্ষমা প্রার্থনায় নিমগ্ন থাকেন, কারণ এটি কুরআন নাজিলের স্মরণীয় রজনী।

সূত্র: গালফ নিউজ

এসএইচ 

Link copied!