ক্ষমতা ধরে রাখার চেষ্টায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৭:২৪ পিএম
ক্ষমতা ধরে রাখার চেষ্টায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

ফাইল ছবি

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা এবং গণতান্ত্রিক কাঠামো ভাঙতে সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনি আগে থেকেই ২৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। দণ্ড কার্যকর শুরুর আগেই তাকে আটক করা হলো।

শনিবার ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশনার পর পুলিশই প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ জানায়।

সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা গেছে, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারে একটি সমাবেশ আয়োজন করেন। সমাবেশটি সাবেক প্রেসিডেন্টের বাড়ির সামনেই হয়। ওই সমাবেশের পর বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারি করার উদ্যোগ নেওয়া হয়।

২০২২ সালের নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরও ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন বলসোনারো। তার বিরুদ্ধে রাজনৈতিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগ আনে কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের মধ্যে চারজন তার বিরুদ্ধে রায় দেন।

বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ-সশস্ত্র অপরাধী সংগঠনের সহায়তায় তিনি জোরপূর্বক ব্রাজিলের গণতান্ত্রিক ব্যবস্থা অকার্যকর করার চেষ্টা করেছিলেন। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকেরা সরকারি ভবনে হামলা চালায়। ওই হামলার সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগও তদন্তাধীন।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন বলসোনারো। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে অভ্যুত্থান চেষ্টার মামলায় জড়ানো হয়েছে।

সিএনএনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তার প্রতি নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এসএইচ 

Link copied!