শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন জানালেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর 

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:১৮ পিএম
শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন জানালেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর 

ফাইল ছবি

ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে প্রথমবারের মতো সরাসরি মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন-এ সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত। যে পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসেছে, সেটিই এখন তাঁর পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এইচটি লিডারশিপ সামিটে আলাপকালে এসব কথা বলেন জয়শঙ্কর। তিনি জানান, শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং সেই পরিস্থিতিই এখন সবচেয়ে বড় ফ্যাক্টর।

গত বছরের আগস্টে ছাত্র–জনতার তুমুল আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। সহিংসতায় বহু মানুষের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেসময় প্রতিবেশী ভারতে চলে যেতে বাধ্য হন তিনি। এরপর গত মাসে ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত শিক্ষার্থী–জনতার আন্দোলনে সরকারি দমন-পীড়নের অভিযোগে তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।

নয়াদিল্লির মঞ্চে জয়শঙ্করের কাছে প্রশ্ন ছিল, শেখ হাসিনা কি ইচ্ছামতো সময় ভারতে থাকতে পারবেন? উত্তরে তিনি বলেন, এটি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। তিনি যে প্রেক্ষাপটে ভারতে এসেছেন, সেই প্রেক্ষাপটই তাঁর অবস্থান বা ভবিষ্যত যেকোনো সিদ্ধান্তকে প্রভাবিত করছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে তাকেই।

আলোচনার এক পর্যায়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে সবার আগে প্রয়োজন একটি বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলাদেশে যাঁরা এখন ক্ষমতায়, তাঁদের আগের নির্বাচনগুলো নিয়ে আপত্তি ছিল। যদি সংকটের মূলে নির্বাচন থাকে, তবে প্রথম কাজ হওয়া উচিত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

প্রতিবেশী বাংলাদেশ সম্পর্কে আশাবাদী অবস্থান জানিয়ে জয়শঙ্কর বলেন, ভারত সবসময়ই গণতান্ত্রিক পথকে সমর্থন করে। ভারতের দৃষ্টিতে বাংলাদেশের মঙ্গলই মুখ্য। বাংলাদেশের জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিফলিত হোক-ভারত সে প্রত্যাশাই করে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, দিল্লি–ঢাকা সম্পর্কের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে বলেই ভারত আশাবাদী। সূত্র: এনডিটিভি

এসএইচ 


 

Link copied!