ফাইল ছবি
ঢাকা: ইসরাইলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৬০০ কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইসরাইলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনাসদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা, যা ‘চিফ অব স্টাফ ইনক্রিজ’ নামে পরিচিত- তা স্থগিত করার পরই এই পদত্যাগের হিড়িক পড়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োম বলছে, যেসব কর্মকর্তা এ সিদ্ধান্ত নিয়েছে, তাদের বেশিরভাগের বয়স ৪২ বছরের বেশি। তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন। কারণ তখন থেকেই সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই।
এর আগে ২০২৩ সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে মূলত এমকে আমিত হালেভির আপত্তির কারণে। এই অচলাবস্থা সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ বাড়িয়ে তুলেছে, যেখানে বহু দিন ধরে আর্থিক সুবিধা দিয়ে সেনাদের আনুগত্য ধরে রাখা হয়েছে।
ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণে আনতে ও দখলদার বাহিনীর কার্যক্ষমতার ওপর প্রভাব মূল্যায়নে একটি বৈঠক ডাকতে পারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান যুদ্ধের সময় কর্মীসংকটের কারণে সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল। তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া লবিং শুরু করেছে।
এসআই
আপনার মতামত লিখুন :