ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:৪১ পিএম
ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। একই সঙ্গে রুপার দামও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। খবর রয়টার্সের।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ৫২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৫৮৪ দশমিক ৭৪ ডলারে। দিনের শুরুতেই স্বর্ণের দাম রেকর্ড ৪ হাজার ৬০০ ডলার ৩৩ ডলারে পৌঁছায়।

ভূরাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবরে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। আর তাতেই স্বর্ণ এবং রুপার দাম আকাশ ছুঁয়েছে। 

ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৫ দশমিক ৩০ ডলার ছুঁয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততা এবং ফেড চেয়ারম্যানকে ঘিরে ফৌজদারি তদন্ত–এসবের ফলেই স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে।’

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ০৬ ডলারের মাইলফলক স্পর্শ করেছে। দিনের শুরুতে এটি সর্বকালের সর্বোচ্চ ৮৪ দশমিক ৬০ ডলারে পৌঁছেছিল।

স্পট প্লাটিনামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৩৪৮ দশমিক ৭৪ ডলারে উঠেছে। আর প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৬৪ দশমিক ১৯ ডলারে লেনদেন হয়েছে।

পিএস

Link copied!