টাইফুনের আঘাতে ফিলিপাইনে নিহত ৪

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৬, ০৮:০০ পিএম
টাইফুনের আঘাতে ফিলিপাইনে নিহত ৪

ঢাকা: ফিলিপাইনে শক্তিশালী টাইফুনের আঘাতে অন্তত চারজন নিহত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ম্যানিলার আশ-পাশের ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানা ওই টাইফুনে অনেক বাড়ি-ঘর ধসে পড়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, সামান্য দুর্বল হলেও এখনো প্রচণ্ড বাতাস বইছে।

বার্তাসংস্থা এপি এক প্রতিবেদনে বলছে, টাইফুনের কারণে ক্যাথলিক বসবাসকারী এশিয়ার সর্ববৃহৎ দেশটির অন্তত পাঁচটি প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া হাজার হাজার বাসিন্দা ও পর্যটক বাস্ত্যুচুত হয়েছেন। বড়দিনের উৎসব আয়োজনও বাতিল করা হয়েছে।

কুইজন প্রদেশে গাছের নিচে চাপা পড়ে একজন কৃষকের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া ম্যানিলারা দক্ষিণ-পূর্বাঞ্চলের আলবে প্রদেশে বন্যায় এক দম্পতিসহ আরো তিনজন নিহত হয়েছে।

সরকারি আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র বলছে, সামান্য দুর্বল হয়ে পড়লেও টাইফুনের কারণে এখনো ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হচ্ছে। বর্তমানে দেশটির ঘনবসতিপূর্ণ বাতানগাস, কাভিতে ও দক্ষিণ ম্যানিলার দিকে অগ্রসর হচ্ছে টাইফুন। আজ অারো পরের দিকে এটি দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যেত পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!