মালয়েশিয়ায় পর্যটক দলের নৌকা নিখোঁজ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০১৭, ০৭:০২ পিএম
মালয়েশিয়ায় পর্যটক দলের নৌকা নিখোঁজ

ঢাকা: মালয়েশিয়ার বোর্নিও উপকূলের অদূরে ৩১ আরোহীসহ একটি নৌকা নিখোঁজ হয়েছে। আরোহীদের মধ্যে ২৮ জন চীনা পর্যটক। বৈরি আবহাওয়ার কারণে নৌকা ও আরোহীদের সন্ধান এখনো মেলেনি।

রোববার(২৯ জানুয়ারি) মালয়েশিয়ার একটি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

নৌকাটির মালিক নিখোঁজ হওয়ার খবর জানিয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তারা বলেছেন, মাত্র কয়েক মুহূর্তের জন্য আমরা নৌযানটির পক্ষ থেকে সাহায্যের আবেদন পেয়েছিলাম। তবে খুব দ্রুতই সেটি যোগাযোগের নেটওয়ার্ক থেকে হারিয়ে যায়।

জানা গেছে, নৌকাটি মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য সাবাহ্’র রাজধানী কোতা কিনাবালু থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমের একটি দ্বীপে যাচ্ছিল। কোতা কিনাবালু ও জনপ্রিয় পর্যটন এলাকা পুলাউ মেনগালামের মধ্যবর্তী ৪০০ নটিক্যাল মাইল পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বছরের এই সময়ে ওই অঞ্চলে ঝড় নিত্য ঘটনা। ২৮ জানুয়ারি সকালে ৩১জন আরোহী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। এতে একজন নাবিক ও দুই ক্রু ছিল। ওই দিন মালয়েশিয়ার ওই অঞ্চলের আবহাওয়াও খারাপ ছিল।

সোনালীনিউজ/আতা

Link copied!