অস্ট্রেলিয়ায় ২৬৩ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাত

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০১৭, ১২:২৬ পিএম
অস্ট্রেলিয়ায়  ২৬৩ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাত

ছবি: রয়েটার্স

ঢাকা: ঘণ্টায় ২৬৩ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ডেবি আঘাত হেনেছে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে। এর ফলে উপকূলের সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কুইন্সল্যান্ডের বোয়েন ও এয়ারলি সৈকতের মাঝামাঝি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে পৌঁছায়।

সকাল থেকে ঝড়ো বাতাস আর প্রবল বৃষ্টির মধ্যে উত্তর-পূর্ব উপকূলবর্তী দ্বীপগুলোর অন্তত ২৩ হাজার বাড়ি এরই মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির তথ্যও আসতে শুরু করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। 

২০১১ সালে কুইন্সল্যাণ্ডে ঘূর্ণিঝড় ইয়াসির তাণ্ডবের পর এটাই ওই অঞ্চলে আসা সবচেয়ে শক্তিশালী সাইক্লোন বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন।

এ সতর্কবার্তার কারণে ২৫ হাজার মানুষকে উপকূলীয় এলাকা থেকে আগে নিরাপরে সরিয়ে নিয়েছে দেশটির প্রশাসন।

ভিডিও:

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Link copied!