যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০১৭, ০২:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ

ঢাকা: যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী সংগঠন এসিটি’র উদ্যোগে বিভিন্ন শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ বিক্ষোভে তারা মুসলিম আইন তথা শরীয়াহ্’র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

শনিবার দেশটির ২০টি রাজ্যের প্রায় ২৮টি শহরে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এ বিক্ষোভ এসিটি’র পুরো যুক্তরাষ্ট্র জুড়ে মুসলিম বিরোধী প্রচারণার একটি অংশ। এ ঘটনায় মানবাধিকার সংগঠন সমূহ্ ও নিরাপত্তা বাহিনী বেশ নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন পোভার্টি ল’সেন্টার (এসপিএলসি) এসিটি’কে উগ্রপন্থী ও মুসলিম বিরোধীদের সবচেয়ে বড় সংগঠন বলে অ্যাখ্যা দিয়েছে।

এসিটি’র এই বিক্ষোভ আয়োজনের প্রতিবাদে বেশ কিছু শহরে পাল্টা বিক্ষোভের আয়োজন করা হয়। ওয়াশিংটন ও সিয়াটল সহ কিছু শহরে দু’পক্ষের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

ডালাসে বসবাসকারী সামাজিক ন্যায় বিচার কর্মী আলিয়া সালেম বলেন, মুসলিম বিরোধী বিদ্বেষ ডোনাল্ড ট্রাম্প সৃষ্টি করেননি, তার নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই এটি ছিলো। তবে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তা অনেক বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছে। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!