মিনি স্কার্ট পরা এই তরুণীকে খুঁজছে সৌদি, কেন?

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০২:৫৬ পিএম
মিনি স্কার্ট পরা এই তরুণীকে খুঁজছে সৌদি, কেন?

ঢাকা: সৌদি আরবে জনসম্মুখে মিনি স্কার্ট পরে হেঁটে গেছেন এক তরুণী। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দেশটিতে রীতিমত তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটি নিয়ে তদন্ত শুরু করেছে সৌদি সরকার।

ওই তরুণীর নাম খুলুদ, পেশায় তিনি একজন মডেল। শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে রাজধানী রিয়াদের উত্তরে নাজদ প্রদেশে উশায়কার হেরিটেজ ভিলেজে খুলুদ মিনি স্কার্ট পরে হাঁটছেন।

এ ঘটনায় কিছু সৌদি নাগরিক খুলুদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সৌদি রাষ্ট্র পরিচালিত কিছু ওয়েবসাইটে সোমবার বলা হয়, সৌদি আরবের মতো মুসলিম রক্ষণশীল দেশে ওই তরুণী রাজ্যের পোশাক বিধি ভঙ্গ করেছেন। ঘটনায় ওই তরুণীর বিরুদ্ধে ব্যবস্থার কথা ভাবছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিডিওটি প্রথম স্ন্যাপচ্যাটে শেয়ার করা হয়। তারপর সেখান টুইটারসহ বিভিন্ন সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রক্ষণশীল দেশ সৌদি আরবে নারীদের ‘আবায়া’ নামে বিশষে ধরনের পর্দাশীল ও লম্বা পোশাক পরার নিয়ম রয়েছে। নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। নারীদের মুখ ও মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। পরপরুষদের সঙ্গে মেলামেশা আইনত দণ্ডনীয়। 

১৮ শতাব্দিতে সৌদি রাজপরিবারের হাত ধরেই রক্ষণশীল ওহাবি মাতদর্শের প্রচলন হয় এই নাজদ প্রদেশ থেকেই। 

ভিডিও: 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!