দুবাইয়ের আকাশচুম্বী ভবনে ভয়াবহ আগুন

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০১৭, ১০:০১ এএম
দুবাইয়ের আকাশচুম্বী ভবনে ভয়াবহ আগুন

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭৯ তলা আবাসিক ভবন টর্চ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ আগষ্ট) বাংলাদেশ সময় ভোর রাত ৪টার দিকে মেরিনা এলাকার শেখ জায়েদ রোডে বিশ্বের অন্যতম উঁচু এ ভবনে আগুন লাগে। মুহূর্তে আগুনের শিখা আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

দেশটির ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের আশপাশের এলাকা ঘিরে রাখে। তাৎক্ষনিক আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। টর্স টাওয়ারে শপিং-মল, হোটেল ও বিলাসবহুল আবাসিক ফ্ল্যাট রয়েছে।

এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে টর্স টাওয়ারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!