যৌনপল্লীতে বিক্রির হাত থেকে বাঁচলো শত নারী

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০১৭, ০৪:০৫ পিএম
যৌনপল্লীতে বিক্রির হাত থেকে বাঁচলো শত নারী

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে মানবপাচার বিরোধী অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যেই এ অভিযানে এক হাজার ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা ৮১ জন বন্দী নারীকে উদ্ধার করা হয়েছে। যাদেরকে যৌনপল্লীগুলোতে বিক্রি করার প্রস্তুতি নেয়া হচ্ছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ অভিযান শুরু হয়েছে। 

বেশিরভাগকেই গ্রেপ্তার করা হয়েছে হ্যারিস কাউন্টি, টেক্সাস এবং ওয়াশিংটনের সিয়েটল থেকে। ১৭টি রাজ্যের ৩৭টি আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালিয়ে ৮১ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের অনেককেই যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেয়ার চেষ্টা করা হচ্ছিল।

অ্যারিজোনার সরকারি কর্মকর্তারা বলছেন, অবৈধভাবে যৌন ব্যবসার প্রভাব সম্পর্কে ফোনকল, বার্তা এবং ওয়েবসাইটে তথ্য জানানোর মাধ্যমে তারা চার শতাধিক লোককে যৌনতা ক্রয়-বিক্রয়ে নিরুৎসাহিত করেছেন।

অবৈধভাবে যৌনতা ক্রয়-বিক্রয়ের ব্যাপারে ২০১১ সাল থেকে দেশটিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আট হাজার জনকে গ্রেফতার করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!