রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ব্রিটেন-ফ্রান্সের আহ্বান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৭, ১০:৪১ এএম
রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ব্রিটেন-ফ্রান্সের আহ্বান

ঢাকা: রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা বন্ধে দেশটির নেত্রী অং সাং সু চি’র প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। সোমবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের আহবানে মিয়ানমার ইস্যুতে বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের আগে এ আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে মিয়ানমারের জাতীয় উপদেষ্টা থাউং তান বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে বলেন, তাদের ফিরিয়ে আনার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে; তবে ফেরার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ তুরস্ক ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিকি হ্যালি উপস্থিত ছিলেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব পক্ষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে রাখাইনের হত্যাযজ্ঞ এবং সেনা সহিংসতা বন্ধ করা তাদের প্রথম লক্ষ্য। এক্ষেত্রে শুধু সেনাবাহিনী নয়, অং সাং সু চি'কে নেতৃত্ব দিতে হবে বলে জানান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!