ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০১৮, ০৩:১৬ পিএম
ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩

ঢাকা: ভারতের পশ্চিম মহারাষ্ট্রে যাত্রীবাহী একটি মিনি বাস ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে ১৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো তিন জন গুরুতর আহত হন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে মহারাষ্ট্রের কোলাপুরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি মহারাষ্ট্রের গণপাতিপুলে থেকে পুনে যাচ্ছিল।

পঞ্চগঙ্গা নদীর ওপরে থাকা ১৩০ বছরের পুরনো শিবাজি ব্রিজে ওঠার পরই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। এতে ব্রিজের রেলিং ভেঙে সেটি ১০০ ফুট নীচে নদীতে পড়ে যায়।

বাসটিতে মোট ১৬ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়ার পর সেখানে একজন মারা যান। পরে ঘটনাস্থল থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Link copied!