রোহিঙ্গাদের বসতভিটায় সেনাঘাঁটি হচ্ছে : অ্যামনেস্টি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০১৮, ০২:৩৪ পিএম
রোহিঙ্গাদের বসতভিটায় সেনাঘাঁটি হচ্ছে : অ্যামনেস্টি

ঢাকা : বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বসতবাড়ি ও প্রার্থনাস্থলে ঘাঁটি স্থাপন করছে মিয়ানমারের সেনাবাহিনী। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটি বলছে, রাখাইনে অন্তত তিনটি সেনাঘাঁটির নির্মাণকাজ চলছে। এখনো যেসব রোহিঙ্গা ওই অঞ্চলে বাস করছে, তাদের জোর করে সরিয়ে দেয়া হচ্ছে।

এর আগে রোহিঙ্গা নিপীড়নের প্রমাণ মুছে ফেলতে মিয়ানমারে সেনারা বুলডোজারের মতো ভারী যন্ত্র ব্যবহার করছে বলে জানায় অ্যামেনেস্টি।

ডিসেম্বরের শেষ দিকে কমপক্ষে চারটি মসজিদ ধ্বংস করে দেয়ার খবর জানায় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি।

গত ২৫ আগস্ট থেকে রাখাইনে শুরু হওয়া সেনা অভিযানের মুখে, বাংলাদেশে পালিয়ে আসে সাত লাখের বেশি রোহিঙ্গা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Link copied!