অস্ট্রেলিয়ায় ৪ শিশুসহ ৭ মৃতদেহ উদ্ধার

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১১, ২০১৮, ০৯:৫৬ পিএম
অস্ট্রেলিয়ায় ৪ শিশুসহ ৭ মৃতদেহ উদ্ধার

ঢাকা: পশ্চিম অস্ট্রেলিয়ায় শিশুসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ মে) ভোরে মার্গারেট নদীর কাছে ওসমিংটন শহর থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

শহরটি পার্থ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এদিকে উদ্ধার করা মৃতদেহের মধ্যে ৪ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহের পাশে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তবে সেখানে হত্যা না আত্মহত্যার ঘটেছে পুলিশ সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি।

পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডাউসন বলেন,  ওসমিংটন শহরের একটি পুরোনো দালানের বাইরে দুইজনের মৃতদেহ পড়ে ছিল। আর দালানের ভেতরে ছিল আরো পাঁচটি লাশ। নিহতরা সবাই সেখানেই থাকতেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের কয়েকজনের শরীরে বন্দুকের ক্ষতচিহ্ন আছে। কিন্তু এ বাইরে আর কিছু জানাতে অস্বীকৃতি জানান ডাউসন।

ঘটনাটি বেপরোয়া গুলির ঘটনা হয়ে থাকলে তা হবে ১৯৯৬ সালের পর অস্ট্রেলিয়ায় ঘটা সবচেয়ে মর্মান্তিক হত্যাকাণ্ড। কারণ ৯৬ সালে তাসমানিয়ায় এক বন্দুকধারীর বেপরোয়া গুলিতে ৩৫ জন নিহত হয়েছিল।

সোনালীনিউজ/এমএইচএম

Link copied!