ইতালিতে ব্রিজ ধসে নিহত ২২

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৮, ০৮:৪২ পিএম
ইতালিতে ব্রিজ ধসে নিহত ২২

ঢাকা : ইতালির জেনোয়াতে ৫০ মিটার উঁচুতে অবস্থিত একটি গাড়ি চলাচলের ব্রিজ ধসে পড়েছে৷  এ ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। এতে সেখানকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর বিবিসির।
   
ব্রিজ ভেঙে পড়ের সময় বেশ কিছু গাড়ি নিচে পড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় দমকল বাহিনী। দেশটির সংবাদ সংস্থা আদিনক্রোনো স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, এই দুর্ঘটনায় ‘অনেকে' হতাহতের ঘটনা ঘটেছে। তবে উদ্ধার তৎপরতা শেষ হওয়ার আগ পর্যন্ত নিহতের সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না।

নিহত হওয়ার খবর প্রকাশের পর এ দুর্ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন ইতালির যোগাযোগমন্ত্রী দানিলো তোনিনেল্লি।

ইটালির পরিবহনমন্ত্রী দানিলো তনিনেলি জানিয়েছেন, এ ঘটনায় তিনি ‘মর্মাহত’। উদ্ধার তৎপরতার দিকে সার্বক্ষণিক নজর রাখার কথাও জানিয়েছেন তিনি৷

স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি জানিয়েছেন, ঘটনাস্থলে দুই শতাধিক দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘প্রতি মিনিটে কী হচ্ছে, সে খবর আমরা রাখছি।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!