ব্রেক্সিট ইস্যুতে ইউরোপজুড়ে ছুটছেন মে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৮, ০৯:১১ পিএম
ব্রেক্সিট ইস্যুতে ইউরোপজুড়ে ছুটছেন মে

ঢাকা : বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে ব্রেক্সিট চুক্তির বিষয়ে আলোচনা করতে লন্ডন ছেড়েছেন। মঙ্গলবার সকালে তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট্টের সঙ্গে বৈঠক করেছেন।

নেদারল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় শহর হেগ থেকে তিনি সরাসরি জার্মানির রাজধানী বার্লিনে যাবেন। সেখানে তার সঙ্গে চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের বৈঠকের কথা রয়েছে। জার্মানির পরে তেরেসা মে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে উড়ে যাবেন। সেখানে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। ইইউর প্রেসিডেন্ট জিন-ক্লাউদি জাংকার ও ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান ডনাল্ড টাস্কের সঙ্গে সেখানে বৈঠক করবেন তেরেসা মে।

এদিকে, টাস্ক জানিয়েছেন, বৃহস্পতিবার ইইউর অন্য ২৭ দেশের প্রতিনিধিদের সঙ্গে ব্রেক্সিট নিয়ে বিশেষ এক বৈঠক অনুষ্ঠিত হবে।

সেখানেও তেরেসা মে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!