আজকের পত্রিকায় ডিজিটালে চাকরির সুযোগ 

  • জবস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০১:৩২ পিএম
আজকের পত্রিকায় ডিজিটালে চাকরির সুযোগ 

ঢাকা: জাতীয় দৈনিক আজকের পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট বিভাগ নির্বাহী পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: দৈনিক আজকের পত্রিকা
পদের নাম: নির্বাহী
বিভাগ: ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট
পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর অভিজ্ঞ হতে হবে। প্রার্থীকে ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল কনটেন্ট এডিটিং টুলসের বিষয়ে অভিজ্ঞ হতে হবে। প্রার্থীকে গ্রুপ অব কোম্পানিজ, পত্রিকা/ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র/সংবাদ পোর্টালে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক পেজ নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংবাদ পরিবেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। সংবাদপত্র ওয়েবসাইটের সঙ্গে প্রাসঙ্গিক খবরের বিষয়ে ধারণা থাকতে হবে।

কাজের ধরন: কোম্পানির ওয়েবসাইটে প্রাসঙ্গিক বিষয়বস্তু প্রকাশের জন্য তৈরি করা। ইপেপার প্রকাশের জন্য প্রস্তুত করা। সোশ্যাল মিডিয়ায় সংবাদ, ভিডিও, ছবি বা কার্ড পোস্ট করা।

চাকরির ধরন: পূর্ণাঙ্গ কর্মঘণ্টা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর 

কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসবভাতা।

আবেদন: আগ্রহী প্রার্থীরা পদের নাম উল্লেখ করে [email protected] এই মেইলে সিভি পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: ২০ মার্চ, ২০২৫

ইউআর

Link copied!