মায়াবিনী

  • মো: গোলাম মোস্তফা (দুঃখু) | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৯, ২০২০, ১২:০৮ পিএম
মায়াবিনী

ফিরে এসো মিছিলের দলে,
বন্দির দেওয়াল ছিন্ন করে
মুক্তির নিশানায় ছন্দ তুলে।

অন্তহীন হৃদয়  ঘরে,
যন্ত্রণার ক্রন্দন চলে।
কখনো গল্পের খৈ ফুটে মুখে,
কখনো কান্নার নদী হয় চোখে ।

বড় চতুর সে মেয়ে তবে মায়াবিনী
হাজার বছরেও তাকে নাহি চিনি।
তবে ভালোবাসি তাকে,
সেই খবর জানে অন্তরজামী।

কিন্তু বুঝেও বুঝে না সে,
নির্লিপ্ত সুরে ব্যাথা দিয়ে যায় হৃদয় গহীণে।

তবুও ভালোবাসি তাকে,
ভালোবেসে যাবো সারাজিবনী!
বুঝুক আর নাই বুঝুক মায়াবিনী।

সোনালীনিউজ/এসআই

 

Link copied!