আবদুল মান্নান-এর অণুকাব্য

বাতির নিচে অন্ধকার

  • সাহিত্য-সংস্কৃতি ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০১৭, ১২:১৭ পিএম
বাতির নিচে অন্ধকার

১.
যত বেশি নিয়ন আলো
তত সহজ লুকানো কালো!

 

২.
বাতির নিচে অন্ধকার
জানালা খোলা বন্ধ দ্বার!

 

৩.
এক পিঠে তার ভালোবাসা
আর এক পিঠে ঘৃণা,
খুবই কঠিন ওজন করা
আসল নকল কিনা!

 

৪.
মরার পরে বেঁচে যাবো
হয় যদি তা শেষ মরা,
সঠিক হলে আসমানি খবর
অনেকেই পরবো হাতকড়া!

 

৫.
সবার আগে বাকা বিল্লাহ
তারপরেতে ফানা ফিল্লাহ!

 

৬.
গুহা হতে এসেছি আমরা
যাচ্ছি গুহায় ফিরে,
আজকে গতি অনেক বেশি
কালকে ছিলো ধীরে!

 

 

৭.
সকল গুহায় অন্ধকার
হেরায় শুধু আলো,
সেই আলোতে বাকি গুহায়
আশেক বাতি জ্বালো!

 

Link copied!