বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অটল আর নেই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৪, ০২:৫৪ পিএম
বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অটল আর নেই

ঢাকা: দৈনিক করতোয়ার প্রধান প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর গেন্ডারিয়ায় আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।

গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন সৈয়দ আহমেদ অটল।

সাংবাদিক অটল জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। দৈনিক করতোয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রধান প্রতিবেদক ছিলেন।

তার মৃত্যুতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সৈয়দ আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

সৈয়দ আহমেদ অটলের পৈত্রিক ভিটা মুন্সীগঞ্জে। তবে বাবার ব্যবসা সূত্রে তার জন্ম ও বেড়ে ওঠা বগুড়ায়। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে বগুড়ায় তার মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।

আইএ

Link copied!