তিন মাসের সেরা সংবাদকর্মীদের পুরস্কৃত করলো সোনালীনিউজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৬:০৯ পিএম
তিন মাসের সেরা সংবাদকর্মীদের পুরস্কৃত করলো সোনালীনিউজ

ঢাকা: কাজের স্বীকৃতিস্বরূপ মাসসেরা পুরস্কার পেলেন দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল সোনালীনিউজ ডটকমের ৩ জন সংবাদকর্মী। 

কাজের যথাযথ মূল্যায়নে কর্মীদের কর্মস্পৃহা এবং আন্তরিকতা বৃদ্ধি পায়-এই বিশ্বাস নিয়ে প্রতি মাসে সেরা সংবাদকর্মীকে পুরস্কৃত করা হচ্ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সোনালীনিউজের প্রকাশক ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ উপস্থিত থেকে সেরা সংবাদ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।

‘সংবাদে সমৃদ্ধ...বিশ্বজুড়ে স্বপ্ন বিস্তৃত’ এই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে নিউজ পোর্টালটি। ইতোমধ্যে অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে বেশ কয়েকবার শীর্ষ স্থান দখল করেছে সরকার নিবন্ধিত এই নিউজপোর্টালটি। সবার আগে সর্বশেষ সংবাদটি পাঠকদের মাঝে পৌঁছে দেয়া যায় তার একটি উদাহরণ সৃষ্টি করেছে সোনালীনিউজ।  

এই অবস্থানে আসার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সকল পর্যায়ের কর্মীদের ভূমিকা সবার আগে। সে দিকটি বিবেচনায় নিয়ে শুরু থেকেই প্রতিষ্ঠানের সংবাদ কর্মীদের কাজের মূল্যায়ন করে যাচ্ছে সোনালীনিউজ। 

সেই ধারাবাহিকতায় জুন, জুলাই ও আগষ্ট এই তিন মাসের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- নিউজ প্রেজেন্টার উপমা রায়, সোনালীনিউজের নিউজ এডিটর মো. আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার সাইমুম আনাম সাজিদ।

এআর

Link copied!