ফাইল ছবি
ঢাকা: সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ কিছু জানায়নি।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তিনি বলেন, কে তাঁকে তুলে নিয়ে এসেছে তা জানা নেই। একই সঙ্গে তিনি বলেন, কী কারণে ডিবি কার্যালয়ে আনা হয়েছে, সে বিষয়েও তিনি কিছু বলতে পারছেন না।
একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ধানমন্ডির একটি জিম থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই বিষয়ে ডিএমপির (ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বা পুলিশি ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। সাংবাদিকদের উপর হঠাৎ এ ধরনের হেফাজত নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :