পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৩:৩৩ পিএম
পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম খান বলেছেন, পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলিবিদ্ধ হওয়ার পরও তিনজনকে গ্রেফতার করেছে। মাদক ও গাড়ি জব্দ করেছে। জীবন বাজি রেখে পুলিশ মাদক নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাদককারবারীদের গুলিতে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, বুধবার আমাদের কাছে তথ্য ছিল, চট্টগ্রাম থেকে একটি গাড়ি ঢাকায় আসছে যার ভেতরে মাদক রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি দল ফকিরাপুল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

তিনি বলেন, একটি গাড়িকে থামানোর সিগন্যাল দিলে সেটি সোজা চলে যায়। প্রায় ৬০০ গজ সামনে গিয়ে গাড়িটি থামলে ভেতর থেকে একজন গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে অভিযানে নেতৃত্ব দানকারী একজন সহকারী পুলিশ কমিশনার (এসি), একজন এসআই এবং একজন কনস্টেবল রয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এএসআই-এর পেটে গুলি লেগেছে, তবে কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়নি। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর অস্ত্রোপচার করে গুলি বের করা হবে। কনস্টেবলের পায়ে গুলি লেগেছে, তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হবে।

ঘটনার পরপরই পুলিশ তিনজনকে গ্রেফতার করে এবং মাদকবাহী গাড়িটি জব্দ করে। গাড়ি থেকে মোট ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

পিএস

Link copied!