‘বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১০:২৯ পিএম
‘বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত আন্দোলন চলবে’

ঢাকা: বাংলাদেশের সর্ববৃহৎ সরকারি কর্মচারী সংগঠন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৫ টায় ধানমন্ডিস্থ বিআইএম কর্মচারী সমিতি কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।   

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের এক ক্রান্তিলগ্নে চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম গঠিত হয়।

২০১৯ সালের ১৯শে জুলাই সরকারি কর্মচারীদের বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও মহার্ঘ ভাতা প্রদানসহ সাত দফা দাবিতে পথ চলা শুরু করে ১১-২০ ফোরাম। 

সেই থেকে আজও সরকারি কর্মচারীদের এই দাবিতে আন্দোলন করে আসছে সংগঠনটি। দীর্ঘ ছয় বছরের পথ  পরিক্রমায় নানা চড়াই উৎড়াই পার হয়ে সংগঠনটি কর্মচারীদের দাবি আদায় অনড় অবস্থানে থেকেছে। 

ফ‍্যাসিবাদ সরকারের বিভিন্ন ধরনের হয়রানি পরেও সংগঠনটি সরকারি কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে এককভাবে ও অন্যান্য সংগঠনের সাথে সম্মিলিতভাবে মাঠ পর্যায়ে তুমুল আন্দোলন গড়ে তুলেছে। 

বক্তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি ১১- ২০ ফোরাম বৈষম্যমুক্ত নবম পে স্কেল এর দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখবে। এছাড়া সরকারি কর্মচারীদের সকল বৈষম্য দূরীকরণে সংগঠনটি নিরলশভাবে কাজ করে যাচ্ছে।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুৎফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের সদস্য সচিব মহাবুবুল হক তালুকদার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদ হোসেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক তারিকুল ইসলাম সহসাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঢাকা মহানগর যুগ্ন আহবায়ক মনির হোসেন, ঢাকা বিভাগের সি.সহ সভাপতি  রবিউল ইসলাম,কিফায়াত হোসেন সোহাগ,আব্দুল হালিম, শাহজাহান মিয়া, দিলীপ চন্দ্রসহ আরো অনেকে।

এআর

Link copied!