তারেক রহমানের ফ্লাইট থেকে হঠাৎ দুই ক্রু প্রত্যাহার, জানা গেল আসল কারণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১১:১৩ এএম
তারেক রহমানের ফ্লাইট থেকে হঠাৎ দুই ক্রু প্রত্যাহার, জানা গেল আসল কারণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হঠাৎ পরিবর্তন এসেছে কেবিন ক্রু তালিকায়। নির্ধারিত ফ্লাইটে দায়িত্ব পালন করার কথা থাকলেও দুই কেবিন ক্রুকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিমান সূত্র।

আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। তাকে বহনকারী বিশেষ ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ডিউটি রোস্টার থেকে বাদ পড়া দুই কেবিন ক্রু হলেন— জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।

বিমান সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে এই দুই কর্মীর ঘনিষ্ঠ সম্পর্কের ছবি ও তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উঠে আসে।

সূত্র আরও জানায়, তারা অতীতে নিয়মিত সাবেক আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ভিআইপি ফ্লাইটে দায়িত্ব পালন করতেন। ভিআইপি যাত্রীর নিরাপত্তা ও যাত্রা নির্বিঘ্ন রাখতে গিয়ে কোনো ধরনের ঝুঁকি এড়াতেই এই পরিবর্তন আনা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ নতুন করে দায়িত্ব বণ্টন করেছে। সংশোধিত তালিকায় যুক্ত হয়েছেন ফ্লাইট পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াত।

উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বিজি–২০২ ফ্লাইটটি আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির একাধিক শীর্ষ নেতা থাকার কথা রয়েছে।

এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগে গত ২ মে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্লাইটেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই কেবিন ক্রু আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম রিপনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

এম

Link copied!