ছবি : সংগৃহীত
ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যারা নির্বাচনে নেই, তারা নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে। বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার চায় সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে আসুক। এ ক্ষেত্রে আগ বাড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে না, তবে কেউ আসতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশে বড় ধরনের কোনো গণ্ডগোল নেই। ছোটখাটো ধাক্কাধাক্কি বা মারামারি ছাড়া বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। ভারতও নিরাপত্তা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ জানায়নি।’ ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, এতে শঙ্কার কিছু নেই।’
মো. তৌহিদ হোসেন বলেন, ‘যারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে এবং সহিংসতার কথা বলছে। সরকার মনে করে, নির্বাচনে সহিংসতা হলে ভোটে না থাকা দলগুলোর পক্ষ থেকেই তা ঘটতে পারে।’
তিনি বলেন, ‘কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে গেছেন- এ ধরনের অভিযোগ থাকলেও পাসপোর্টের মতো বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। রোহিঙ্গারা মিয়ানমারের আরাকান অঞ্চলের অধিবাসী এবং প্রত্যাবাসন ইস্যু বৃহত্তর পরিসরে বিবেচিত হচ্ছে।’
পিএস
আপনার মতামত লিখুন :