‘এবার দূর্গা পূজায় ৩ লক্ষাধিক নিরাপত্তাকর্মী মাঠে ‍থাকবে’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৫:২৫ পিএম
‘এবার দূর্গা পূজায় ৩ লক্ষাধিক নিরাপত্তাকর্মী মাঠে ‍থাকবে’

ঢাকা : আসন্ম সারদীয় দূর্গা পুজায় ৩১,১০০ পুজা মন্ডপের নিরাপত্তায় সাড়ে ৩ লাখ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, রাজনৈতিক দলের মত পুলিশেও শুদ্ধ অভিযান চলমান। সকল অপরাধের বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। কাউকেই ছাড় দেয়া হবে না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দূর্গা পুজার আইন-শৃঙ্খলা নিয়ে আযোজিত বিশেষ বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সদ্য সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পাওয়া মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহা পরিদর্শকসহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রায় ৩ লাখ ৫০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিযুক্ত থাকবে। দুষ্কৃতকারীদের অশুভ তৎপরতা রোধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। সেই জন্য আমাদের গোয়েন্দা সংস্থা সজাগ থাকবেন। এ

ছাড়াও প্রতি পূজা মণ্ডপে স্থানীয়দের সমন্বয়ে একটি আইন শৃঙ্খলা কমিটি থাকবে এবং স্বেচ্ছাসেবক থাকবে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!