আজই ১ হাজার কোটি টাকা পরিশোধ করবেন জিপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২০, ১২:২৫ পিএম
আজই ১ হাজার কোটি টাকা পরিশোধ করবেন জিপি

ঢাকা : উচ্চ আদালতের নির্দেশ মেনে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধ করবে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) তা পরিশোধ করার কথা রয়েছে।

এরআগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের বিষয়ে আপিল বিভাগের শুনানির পর প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্তের কথা জানায়। 

এর আগে, ৩ ফেব্রুয়ারি দুই হাজার কোটি টাকা পাওনার মধ্যে বিটিআরসিকে ৫৭৫ কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোন প্রস্তুত বলে জানায়। বাকি টাকা পরিশোধের ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন জিপির নতুন প্রধান নির্বাহী। তবে উচ্চ আদালতের আদেশ ছাড়া কোনোভাবেই ৫৭৫ কোটি টাকা নেবে না বলে জানায় বিটিআরসি। 

গত বছরের ২৪ নভেম্বর বিটিআরসির দাবি করা ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তিন মাসের মধ্যে গ্রামীণফোনকে এই টাকা পরিশোধ করতে বলা হয়।

সোনালীনিউজ/এএস

Link copied!