জঙ্গি তৎপরতায় উদ্বিগ্ন ভারত: জয়শঙ্কর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১২, ২০১৬, ০৩:২৪ পিএম
জঙ্গি তৎপরতায় উদ্বিগ্ন ভারত: জয়শঙ্কর

বাংলাদেশে অভ্যন্তরীণ জঙ্গিদের তৎপরতায় ভারত খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর।

বৃহস্পতিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের শিক্ষাবিদ ও নাগরিক সমাজের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ উদ্বেগের কথা জানিয়েছেন বলে বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে শেরেবাংলা একে ফজলুল হক ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদুল হক রাজু সাংবাদিকদের এ কথা জানান।

 সাইদুল হক রাজু বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ জঙ্গিদের যে তৎপরতা রয়েছে সেসব বিষয়ে ভারত খুবই উদ্বিগ্ন। তারা এ বিষয়ে অবহিত রয়েছে। উগ্রপন্থিদের মোকাবিলায় অতীতে তারা বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতে তারা পাশে থাকার আশ্বাস দিয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আআমস আরেফিন সিদ্দিক, মানবাধিকার নেত্রী সুলতানা কামাল, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী,  লে. জে. (অব.) হারুন-অর রশিদ, ইনস্টিটিউশন অব পিস কনফ্লিক্ট ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টটর মো. আবদুর রশিদ, ঢাবির সাবেক ভিসি অধ্যাপক একে আজাদ চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর, ব্রি. জে. এস নন্দা, সাধনার ডিরেক্টর লুবনা মারিয়াম, ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক  জাফর সুবহান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Link copied!