ইসলামী চিন্তাবিদ মুফতি নঈমী আর নেই

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ০৯:১৪ পিএম
ইসলামী চিন্তাবিদ মুফতি নঈমী আর নেই

ফাইল ছবি

ঢাকা: আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সোমবার (৬ জুলাই) বিকাল ৫ টায় হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)। 

তিনি স্ত্রী, ৫ ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আগামীকাল মঙ্গলবার বাদে যোহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে

শায়খুল হাদিস আল্লামা নঈমীর মৃত্যুতে নায়েবে আ’লা হযরত আল্লামা মুফতি ইদ্রিচ রেজভী, আল্লামা আবদুল করীম সিরাজনগরী, পীরে তরিক্বত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন, আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সহ-সভাপতি আলহাজ¦ মুহাম্মদ মহসীন, জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, পীরে তরিকত আল্লামা কাজী আব্দুস শকুর নক্শবন্দি, পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দীন আহমদ আল-মাইজভান্ডারী, পীরে তরিক্বত সৈয়দ বদরুদ্দোজা বারী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, যুবসেনা কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ গোলাম মুহাম্মদ মানিক ভুঞা, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি জি এম শাহাদত হোসাইন মানিক, সুন্নী নাগরিক ঐক্য পরিষদের সচিব অধ্যাপক মুহাম্মদ কাওসার হামিদ প্রমুখ এক যুক্ত বিবৃতিতে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। 

সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। তাঁর ইন্তেকালে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সুন্নি জনতা তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!