প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও, সৌদি প্রবাসীদের বিক্ষোভ চলছে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০, ০৩:৩৪ পিএম
প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও, সৌদি প্রবাসীদের বিক্ষোভ চলছে

ঢাকা : সৌদি আরবে ফেরার জন্য বিমানের টিকিটের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ ও বিক্ষোভ করার পর এবার প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও করেছে সৌদি প্রবাসীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে সৌদি প্রবাসী ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভকারী প্রবাসীরা বলেন, চলতি মাসের মধ্যে সৌদি আরব যেতে না পারলে অনেকেই চাকরি হারাবেন। সে কারণে দ্রুত ফেরার ব্যবস্থা করা জরুরি। ভিসার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করার পাশাপাশি সেখানে যাওয়ার টিকিটও লাগবে।
 
এদিকে করোনাভাইরাস মহামারীর মধ্যে সৌদি আরবের অনুমতি না মেলায় এখনও সেদেশে ফ্লাইট পুনরায় চালু করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সও টিকিট দিতে পারছে না। আর টিকিট না পেয়ে গত কয়েক দিন ধরেই মতিঝিলে বিমান অফিসের সামনে এবং কারওয়ান বাজারে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের অফিসের সামনে বিক্ষোভ করে আসছেন সৌদি ফিরতে আগ্রহীরা।

সোনালীনিউজ/এএস

Link copied!