‘রমজানে সিএনজি স্টেশন বন্ধ ৭ ঘণ্টা’

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৬, ২০১৬, ০৬:৫৩ পিএম
‘রমজানে সিএনজি স্টেশন বন্ধ ৭ ঘণ্টা’

পবিত্র রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সাত ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় গ্যাসের যোগান বাড়াতেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সচিবালয় সংলগ্ন বিদ্যুৎ ভবনে সোমবার সকালে (৬ জুন) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস বিক্রি বন্ধ রাখবে। এর ফলে আশা করি এবার রমজানে বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে। আমরা চেষ্টা করবো যাতে শতভাগ লোডশেডিংমুক্ত থাকা যায়।

বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ বাড়ানোর কারণে আবাসিক লাইনে খুব বেশি সংকট দেখা দেবে না বলেও আশা করেন প্রতিমন্ত্রী।

সোনালীনিউজ/এইচএআর

Link copied!