রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৭, ২০১৬, ০৫:০৪ পিএম
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রাজধানীর পুরান ঢাকায় কোতোয়ালি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মাকসুদা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে কোতোয়ালি থানা এলাকার বাদামতলী তিন রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকসুদার বাড়ি কামরাঙ্গীর চড় এলাকায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আবদুল হাকিম বলেন, রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় মাকসুদা। প্রথমে মিটফোর্ড এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বিকেল ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ এর চালককে আটক করে থানায় নেয়া হয়েছে বলে জানান এসআই হাকিম।ময়না তদন্তের জন্য নিহত মাকসুদার মরদেহ ঢামেকে রাখা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!