জঙ্গি দমনে ‘ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ’ যৌথভাবে কাজ করবে

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৫, ২০১৬, ০৭:২৬ পিএম
জঙ্গি দমনে ‘ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ’ যৌথভাবে কাজ করবে

সন্ত্রাস ও জঙ্গি দমনে ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র’ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বুধবার (১৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, আইএস নির্মূলে একসঙ্গে কাজ করবে দুই দেশ। এজন্য দুই দেশের গোয়েন্দা তথ্য বিনিময় অনুসন্ধান পদ্ধতিতে সহায়তা বাড়ানো হবে।  
 
তিনি আরও বলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া মার্কিন নাগরিকরা যাতে অস্ত্র বহন করতে পারে সে অনুমতি চেয়েছি। মার্কিন নাগরিকসহ অন্যদের নিরাপত্তায় সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহতরে ঘটনায় শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা চিঠিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোরালো বক্তব্যের প্রশংসা এই মার্কিন রাষ্ট্রদূত।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম
 

Link copied!